❀ সংসার ✨
✍ মো:আমজাদ হোসেন ।
জন্ম ধাপে ধাপে ক্রমবিভাজনে
মৃত্যু আকস্মিক নেই কোনো উচ্চ ক্রম ধাপ,
তবুও মানুষ আশায় বাঁচে বাঁধে ঘর।
সৃষ্টির মাঝেই সঙ্গীনির সাথে
ভ্রণ থেকে মৃত্যু পরিকল্পনা ।
চার দেয়ালের মাঝে বন্দি জীবন
হউক সেটা বাবু পাখির মতই -
পাতায় বোনা অনিশ্চিত সংসার ।
প্রাণী বলেই দেহতত্ব যৌবনের আনাগোনা
ভিন্ন লিঙ্গের প্রতি ঢেলে দেয়া ভালোলাগা,
কাছে আসা আবেগ অতঃপর দৃঢ় ইচ্ছা ।
সেই ভালোলাগা
এক সময় হয়ে ওঠে সংসারে
বৃদ্ধ কাকের কর্কশ ডাক ।
মুখের ভাষা যা ছিলো সুমধুর সুর
তা কিনা এখন, ঘুমের মধ্যে
কাঠঠোকরার ঠক্ ঠক্ আওয়াজ ।
প্রেমের খুনসুটির পরিণয়
রেলের ঝন ঝনা ঝন শব্দ কিংবা
ঘরের আসবাবপত্র ভাঙার মিছিল ।
তৈরি হয় দেয়াল কথা বলার
কাছে আসার,মুখোমুখি চোখের ভাষার ।
বিচ্ছেদ দূরে সরিয়ে দেয় দুজনার
অনির্দিষ্ট কালের জন্য একাকীত্ব।
সুখের চেয়ে দুঃখই বেশি
খুব ছোট নয় এক পৃথিবী দীর্ঘশ্বাস
হায়রে দেহতত্ব প্রকৃতির সংসারে ।