সরষে ফুলে ফুলে
ছেয়ে গেছে মাঠ
গৃহিনী বলে সরষে পাতা আনো
কর্তা বলে বাঁধছি পুকুর ঘাট।
উঠে পড়ে লেগেছে গিন্নি
খাবে সরষে পাতা ।
কর্তা বলে কিবা পেলে
সরষে পাতার ছাতা।
গিন্নি বলে ছাতা তো নয়
ফলিক এসিড যুক্ত শাক
এনে দাওনা ওগো তুমি
শাকের গন্ধে বাঁকছে নাক।