দেখতে দেখতে যাচ্ছে চলে পবিত্র রমজান
কেঁদে কেঁদে ক্ষমা চেয়ে নাও হে মুসলমান ।
জীবন পুরো ভুলে ভরা
তারপরেও গাফেল মোরা ।
জাগনা থেকেও ধরছো কেন ঘুমিয়ে থাকার ভান ।।


দেখতে দেখতে চলে যাবে সময় জীবনের
যা পেয়েছ হায়াত তোমার ভাবো এটাই ঢের ।
রবের দিকে ফিরে এসো
দ্বীন, ঈমানকে ভালোবেসো ।
ছোটো এবার আরশ পানে ডাকছে রহমান ।।


জীবন জুড়ে তোমার আমার যত পাপ ছিল
রমজান এসে তাওবা করার ডাক দিয়ে গেল ।
কোরআন নাজিল হওয়ার মাসে
রবের ক্ষমা পাওয়ার আশে ।
কাঁদো, কাঁদতে না পারলেও ধরো কাঁদার ভান ।।


রমজানেরই রঙ ধরিয়া বন্ধু তুমি সাজো
সুন্নাহর ধাঁচে বানাও তোমার সকল কথা কাজও ।
চলো নুয়াই মুসল্লাতে শীর
সাঙ্গ করি পাপের কাহিনির ।
মনন জুড়ে শুঁকি এবার আল্লাহ প্রেমের ঘ্রাণ ।।


তারিখ: ২২/০৩/২০২৪ইং
দুপুর: ১২:০৮ মিনিট ।
বাঘাদিয়া জামে মসজিদ ।