তুমি অজান্তে বসন্তে এসে
মনটি নিলে কেড়ে,
হারিয়ে গেলাম আমি সেই
এক বসন্তের দুপুরে।

কোকিল হয়ে তুমি সেদিন
করেছিলে আগমন,
কুহু কুহু সুরে ভরে দিলে
তুমি হৃদয়ের কানন।

হৃদয় বাগান মুখরিত হলো
তোমার সুরের ভীড়ে,
হারিয়ে গেলাম আমি সেই
এক বসন্তের দুপুরে।

আবার কখনো এলে তুমি
প্রজাপতির রূপে,
হালকা হালকা ছুয়ে গেলে
গোপনে চুপেচুপে।

তোমার ডানার রং মাখিয়ে
গেলে আমার গায়,
শিহরিত হয় হৃদয় মন আমার
শীতল স্নিগ্ধতায়।

কতবার ঘুরে ফিরে গেলে
আমার জীর্ণ নীড়ে,
হারিয়ে গেলাম আমি সেই
এক বসন্তের দুপুরে।

প্রজাপতি, কোকিল না হলে
তুমি কে ছিলে জানি,
হাজারো রূপের আড়ালে থেকে
শুধুই গো টানাটানি!

হৃদয়কে ব্যাকুল করে ওগো
দেখাও আশার আলো,
বাজলে ওই সুর প্রাণে তবে
ঘুচবে আধার কালো।

সেই রকম সব বসন্তকাল
আসুক জীবন জুড়ে,
হারিয়ে গেলাম আমি সেই
এক বসন্তের দুপুরে।