কতদিন পরে খেলাম আজকে
দাদুর হাতের পিঠা
দেখার সাথই মুখে এলো জল
খাইতে দারুণ মিঠা।

দাদুটা আমার বাড়িতে থাকে না
থাকে তো ফরিদপুরে
মাঝে মাঝে যাই দেখতে তাহারে
আসি কটাদিন ঘুরে।

মেজো কাকা তার চাকরি সুবাদে
শহরে বাসায় গিয়ে
নিজের সঙ্গে দাদুকেও সেথা
রেখেছেন কাছে নিয়ে।