এই হৃদয়ের মণিকোঠায়
জায়গা করে ছিলে
পরিস্থিতির চাপে হয়তো
বিদায় দিয়ে দিলে।

তোমার বিয়ের শুভক্ষণে
ভালোবাসা-প্রীতি
দূরে গেলে থাকবে আমার
একবুক ভরা স্মৃতি।

অনেক অনেক দোয়া করি
পেয়ার ভরা প্রাণে
জীবন জুড়ে সুখ-উল্লাসে
ভালোবাসার ঘ্রাণে।

সুখ-শান্তিতে মজে থাকো
ভালোবাসা নিয়ে
শুভ কামনা প্রতি ক্ষণেই
প্রিয় তোমার বিয়ে।

স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪+৪+২
তারিখঃ ১৪/০৭/২০২২ইং
বিকালঃ ০৪:৪৫ মিনিট।