এসেছে ফের ধরার বুকে
ফজিলতের রাত্রি
জায়নামাজে বসে পড়ো
পরকালের যাত্রী ।

নামাজ পড় জিকির করো
করো একটু কান্না
তেলওয়াত, তাসবীহাত
সে-তো হীরাপান্না ।

ক্ষমা চাও সব পাপের তরে
করছো ভুল যত
দৃঢ় মনে তাওবা করলে
গুনাহ হবে গত ।

শপথ করি এসো সবাই
কর্ম করবো ভালো
তবেই হবে উভয় জগত
অন্ধকার নয় আলো ।

আসছে রোজা মাহে রমজান
নিয়ত রাখি পাকা
ইনশাআল্লাহ্ ঘুরবে তবেই
সুপথগামী চাকা ।

তারিখ: ০৭/০৩/২০২৩ইং
রাত: ১১:০৪ মিনিট।