ভালো থাকতে চাইলে কি আর
ভালো থাকা যায়
জীবন পথের বাস্তবতায়
ভালো থাকা দায় ।

গরীব ঘরে জন্ম আমার
কষ্টে কাটে দিন
মাসের শেষে হিসেব দেখি
হাজার টাকার ঋণ ।

কৃষক বাবার ক্লান্ত শরীর
দেখলে ঝরে জল
আম্মা বললো যে চাল আছে,
ক'দিন চলবে বল !

বেকার ছেলে চিন্তিত খুব
দুঃখে ভরা বুক
মিথ্যা হাসির পর্দা দিয়ে
ঢেকে রাখি মুখ ।