একবার এমন হল যে আমি সত্তিই একটি লোককে ধমকাতে গেলাম ।
তার কিছু অপরাধ হয়ত ছিল কিন্তু আমিও তুলসি পাতা নই ।।
কখনও  দেখিনি আগে – আমার থেকে বয়সে বড় আমার দুজন আত্মীয় আমাকে সেখানে এক প্রকার জোর করে নিএ গেলেন ।।  
উঠতি বয়স একটু রংচড়া খাপ ছাড়া ভাব চোখে লাগে ।
বাড়ির দিকে যেতে যেতে  একটা  ক্ষীণ গুন গুন সুর কানে আসতে থাকলো । আর একটু এগিএ যেতে সুরটা এত মধুর লাগছিল-   কিছুটা অবাক হলাম । ছেলেবেলায় আমার মায়ের কোরআন পড়ার গুনগুন সুর  যেভাবে অবাক হয়ে  শুনতাম --
সেরকম এক অদ্ভুত সুরে  সম্মোহিত হয়ে পরলাম ।
আমি ফিরে চললাম । যারা আমাকে এনেছিলেন কিছুটা  অবাক হলেও  আর জোর করেন নী ।
তখন যে বয়স আমার ছিল –তার  দিগুণেরও বেশি আমি এখন –
কিন্তু এখনো ভেবে অবাক হই  এত সুন্দর করে কেউ কাঁদতে পারে  ?