কেউ বলি আল্লাহ্,কেউ বলি ভগবান
তিনি অদ্বিতীয়,তিনি মহান,
তিনি নিরাকার, তিনি সর্ব জগৎ-মালিক
আমরা তার অশেষ মেহেরবান।


কারো ধর্ম ইসলাম,কারো হিন্দু
কেউ বৌদ্ধ, কেউ খ্রিষ্টান,
সবাই যে আমরা সৃষ্টি ঐ স্রষ্টার
আমরা এই জগতের মেহমান।


তবে কেনো এই যুদ্ধ? কেনো এই বিভেদ?
কেনো ধর্ম নিয়ে কলহ?
কেনো এই বড়াই?,কেনো এই হুঙ্কার?
কেনো এই রক্তের প্রবাহ?


ধর্ম নিয়ে আর চাইনা কোনো রণক্ষেত্র
বন্ধু করে নাও সবাইকে,
নিজ নিজ ধর্মে থেকেই সম্মান করো
সকল ধর্মের মানুষকে।


ধর্মের প্রতি রেখো অগাধ বিশ্বাস
নিজ নিজ অন্তরে সবাই,
ধর্ম বিরোধের বেড়াজাল ছিঁড়ে চলো
নতুন বন্ধনে জগৎটা সাজাই।