পাশের গ্রামের রহিম মিয়ার
ছন পতার-ই চালা,
পাটশলাই দিয়ে ঘরের বেড়া
বাঁশের চারটি পালা।


স্বামী-স্ত্রী আর দু'টো সন্তান
এক পাটিতেই ঘুমায়,
বর্ষা আসায় এবার যে তারা
শান্তির ঘুমও হারায়।


টুপটাপ অবিরত বৃষ্টির ফোটা
পড়ছে চালা ভেদে,
মেঝেতে বৃষ্টির জলধারায়
ভেসে গেলো যে সব-ই।


সন্তানদের নিয়ে রহিম মিয়া
জলেতে কাটায় রাত,
এই বর্ষা যেন তাদের জীবনে
শান্তি করলো নিপাত।


বর্ষার জলে কেউবা হাসছে
কেউবা কাঁদছে ভয়ে,
সবার জীবনেই বর্ষা আসুক
শান্তির ছোঁয়া হয়ে।


   *বরষার আয়োজন*