হে আসর !
তুমি দিয়েছো এক অনন্য
ভালোবাসার পরিবার,
তোমার মাঝে পেয়েছি
বন্ধুর সমাহার।


হে বন্ধুগন !
তোমরা দিয়েছো আমায়
হৃদয়ের শত প্রেরণা,
তোমাদের মায়াজালে
হারিয়েছি যত যন্ত্রনা।


হে আসরকর্তা !
তুমি বড়-ই উদার মানব
করছো দিবারাত্রি কষ্ট,
তোমার নিরলস শ্রমে
এ আসর আজ সর্বশ্রেষ্ঠ।


হে মহান !
তোমার অশেষ ছায়ায়
আসরকে রেখো শৃঙ্খল,
হিংসা-বিদ্বেষে যেনো
আসর না হয় বিশৃঙ্খল।