আমি যখন ৮ম শ্রেণিতে পড়ি, তখন থেকেই ছড়া/কবিতা লিখার চেষ্টা করতাম। কিন্তু কখনোই ঐ কাব্য/ছড়াগুলো ডায়েরি বন্দি করে রাখতাম না।
যখন ৯ম শ্রেণিতে পদার্পণ করি তখন থেকে আমার লিখিত ছড়া/কাব্যগুলো একটা ডায়েরিতে লিখে রাখতাম। গত ২০০৮ সাল পর্যন্ত আমি প্রায় ২২৫ টি কবিতা ঐ ডায়েরিতে লিখেছিলাম।
ডায়েরিটা এতদিন যাবৎ আমার ব্যক্তিগত ড্রয়ারে ছিল। এবং আমি নিশ্চিন্ত ছিলাম যে ডায়েরিটা ঠিকঠাক আছে।
হঠাৎ পুরোনো লিখা কাব্যগুলো পড়বো বলে ড্রয়ারে ডায়েরিটার খোঁজ করি, কিন্তু পেলাম না। সম্পূর্ণ ড্রয়ার এবং পুরো ঘর তন্ন তন্ন করে খোঁজ করলাম, কিন্তু পেলাম না আর আমার স্মৃতির ডায়েরিটা।
চোখে জল এসে গেলো। আজ সারাটা দিন খুব খারাপ লেগেছে।
স্মৃতিটাও যে সত্যিই স্মৃতি হয়ে গেলো।