ঈষাণ কোণে কালো মেঘেরা
আজ যেন জোট বেঁধেছে,
মাঝে মাঝে বিদ্যুৎ চমকানো
আর পশ্চিমাকাশ অন্ধকারাচ্ছন্ন,
এই বুঝি শ্রাবনের ডাকে
বর্ষার হলো আগমন।


টুপটাপ বৃষ্টির কণা
কখনও শীতল বাতাসে
দক্ষিণামুখী বৃষ্টির তেড়ে আসা,
আবার যেনো তীব্র ঝড়ে
বৃক্ষের মগডাল ভাঙলো বুঝি,
এ যেন বর্ষার অনন্য খেলা।


ফুটেছে নিকুঞ্জে বেলি আর চেরি,
আর কদমের সুবাসে যেন
প্রকৃতির পাখিদের মুগ্ধতা,
নয়নতারা আর দোলনচাঁপার
মিষ্টি সুগন্ধে প্রাণটা জুড়িয়ে যাওয়া,
কলাবতির রূপ আর গন্ধরাজের
অনন্য মিষ্টি গন্ধ,
এ যে বর্ষার এক অনন্য চিত্র।


পেয়ারায় বৃক্ষ যেন পরিপূর্ণ
আনারসের ছড়াছড়ি হাটে হাটে,
মজার ফল লটকনের মিষ্টিস্বাদ
গাছের ঢালে টকমিষ্টি আমড়া,
এ যেন এক ফলের মেলা নিয়ে
বর্ষা এলো এই বাংলায়।


            ★বরষার আয়োজন★