কেমন আছো মাগো?
সে-ই কবে মাথাখানা
তোমার কোলে রেখেছি,
ঘুমাইনি বলে ভয় দেখাতে
পাগলা হান্নানের কথা বলে।


ঘুমপাড়ানির গানগুলো যেন
কর্ণপানে এসে দোলা দেয়,
চাঁদের বুড়ির গল্পগুলো
খুব শুনতে ইচ্ছে করে আজও।


বেশ বড় হয়েছে তোমার ছেলে
তবু ঘুম আসে না চোখে,
শিশু ছিলাম তোমার কোলেতে
সুখের আঁচলে বাঁধা,
বড়-ই বা কেনো হলাম?
হতো না কষ্ট এতটা।


ভালো থেকো মাগো
ভেবোনা ছেলেকে নিয়ে,
তোমার ছেলে যে বড় অফিসার
ছুটি পেলে-ই আসবে ফিরে
মাথা রাখতে শান্তির কোলে।