হয়তো তুমি কোনো রাজ্যের
এক অপরূপা রাজকন্যা,
আমি বামুন হয়েও তোমাকে
বিন্দু মাত্র কম ভালোবাসিনি,
তোমাকে কখনোই দেখিনি
কুদৃষ্টির চোখে,
আমি তো হৃদয় উজাড় করেই
বেঁধেছিলাম তোমায় হৃদয়মাঝে,
স্বপ্নের বাসর সাজিয়েছিলাম
কল্পনার রাজ্যে।


হয়তো করে নেবে কোনো এক
রাজকুমারকে চিরসঙ্গী,
বেঁচে থাকবে হয়তো
সুখের সংসারের অর্ধাঙ্গিনী হয়ে।


আমি গরীব বলেই কী,
হয়েছি ময়লা-আবর্জনা,
মাফ করো এই নীচটাকে
যার ভালোবাসায় ছিলো না কোন
বিত্ত কিংবা অর্থের লালসা,
যার মাঝে ছিলো শুধু-ই
অফেরৎযোগ্য ভালোবাসা।


কে ধনী, কে গরীব;
এই বিবেচনা করে-ই কী
ভালোবাসা উচিৎ?
তাহলে কী, অর্থের মাপকাঠিতেই
হবে ভালোবাসার পরিমাপ?