দূর আকাশের লক্ষ তারার মাঝে
খুঁজে ফিরি হারানো স্বপ্নগুলোকে,
আমি পাইনি, খুঁজে পাইনি;
সব যেন বিলীন হয়ে গেলো
কালো মেঘের আড়ালে।


রঙিন সুতোয় গাঁথা স্বপ্নগুলো
হৃদয়ের পরতে পরতে
গেঁথেছিলাম খুব যতন করে,
হৃদয়ে বুনা জালটাকে ছিঁড়ে
হারিয়ে গেলো স্বপ্নগুলো,
তবুও খুঁজি ফিরি আজও
যন্ত্রনা রেখে বুকে।


হয়তো সূর্যের আলোতে
ঝিলমিল খেলায় মগ্ন আছে,
হয়তোবা নীল আকাশে
পাখির ডানায় উড়ে বেড়াচ্ছে,
ফিরবে না আর কোনোদিন
এই শূণ্য হৃদয়মাঝে।


আজ এ নির্ঘুম চোখেতে
স্বপ্নরা উঁকি দেয় না,
হয়তো এ জীবনে আর
পাবো না স্বপ্নের দেখা,
চিরতরে আড়াল হয়েছে বুঝি,
তবুও হারানো স্বপ্নকে খুঁজে ফিরি।