সব-ই যেন আজ গড়মিল
কিছুতেই নেই কোনো মিল,
জীবন-সংসারে সুখ-দুঃখের গড়মিল
টাকার অঙ্কে হিসাবের গড়মিল,
সময়ের বিরতিহীন চলনেও আছে
অজানা কত গড়মিল।


ভালোবাসাতেও আজকাল যেন
বিশ্বাসের গড়মিল,
স্বামী-স্ত্রীর সিদ্ধান্তেও যেন
থেকে যায় কত অমিল,
সবকিছুতেই আজ যেন
অজানা কত গড়মিল।


সাধু আর অসাধুর বিবেচনায়
হয়ে যায় কত ভুল,
চরিত্র বিচারেও ভুল আর ভুল
শুধু-ই যেনো গড়মিল,
সত্যের মাঝে হাজারো মিথ্যা
ধরা দেয় না সহজেই,
কথার কথা সব-ই যে অকথা,
কথার মাঝেও গড়মিল।


কবিতা কিংবা গল্প লিখনেও
সাধু-চলিতের আছে অমিল,
তবুও বারে বারে খুঁজে পায়
কাব্য-ছড়ায় গড়মিল।


ভাবনার মাঝে মিছে কল্পনায়
নির্ঘুম রাত্রি কাটানো,
স্বপ্নগুলো বাস্তব হবে না জেনেও
অলীক স্বপ্নের পিছে ছুটে চলা,
সবকিছুর শেষে একটা-ই ফলাফল
গড়মিল! গড়মিল! গড়মিল!