রহিম মিয়ার স্বপ্ন ছিলো
হবে বড় চাষা,
দিবারাত্রি কাজ করছে
মনে নিয়ে আশা।


পদ্মার তীরে আছে তার
ত্রিশ একর জমি,
এই জমিকে-ই করেছে সে
উর্বর ফসলের ভুমি।


পাট, ধান, আর গমে ভরা
তার সোনার মাঠে,
বিক্রি করবে এই ফসল সে
রাজধানীর বড় হাটে।


স্বপ্ন যখন-ই সত্যের পথে
এগিয়ে যেতে থাকলো,
হঠাৎ ঘাতক দুর্যোগ এসে
পদ্মায় আঘাত হানলো।


সোনা ভরা ফসলের জমি
গেলো তলিয়ে পদ্মায়,
এ দুঃখে পাগল রহিম
মরে-ই গেলো হায়।


সর্বনাশা পদ্মার ভাঙ্গন আজও
কেড়ে নিচ্ছে শত প্রাণ,
এই করুণ দৃশ্য আর কত
দেখাবে হে মহান?


রক্ষা করো এই নিষ্ঠুর ভাঙ্গন
ও হে  নিরাকার,
তুমি ছাড়া হবে না যে আর
এ ভাঙ্গনের প্রতিকার।