খুব জানতে ইচ্ছে করে
সুখের বসবাস কোথায়?
যতই খুঁজেছি সুখটাকে
খুঁজে পেয়েছি শুধু-ই
নীল রঙের দুঃখটাকে।


সুখগুলো হয়তো লুকিয়ে আছে
সপ্ত আসমানের ঘনকালো
কোনো মেঘপুঞ্জের গভীরে,
পৃথিবী নামক গ্রহটিতে
আজ সুখটা যেনো শুধু-ই
রূপকথার ঝুলির গল্প হিসেবেই
লিপিবদ্ধ আছে বইয়ের পাতায়।


সুখ নামক এই অদৃশ্য জিনিসটার
দেখা হয়তো কোনোদিনই পাবো না,
তবুও সুখের সন্ধানে ঘুরে ফিরি
গগনতলের প্রতিটি প্রান্তে।