তোমাকে নিয়ে যাব
সমুদ্রের কূল ঘেঁষা ছোট্ট কোন দ্বীপে,
যেখানে সকাল সন্ধ্যা
উদয় অস্ত সূর্য তোমাকে রাঙিয়ে যাবে,
তোমার পা ধুয়ে দিবে
নিরব নিথর বয়ে চলা পাহাড়ি ঝর্ণা।


তুমি হরিণ শাবকের সাথে
খেলবে ছুটবে সারা দিন,
সেখানে মস্ত বড় একটা ফাঁকা জায়গায়
ছোট্টো একটা কুটির বানাবো,
তোমাকে লাল শাড়ী পরিয়ে
নিয়ে আসবো সেই কুটিরে,
দু'জনে রচনা করবো সুন্দর একটা বাসর,
আমি তোমার গভীর সমুদ্রে স্নান করবো
তুমিও সাড়া দিবে আমার সাথে।


বেশ কিছু দিন পর
তোমার কোল জুড়ে আসবে,
আমাদের ভালবাসার ফসল,
সে যাই হোক, ছেলে অথবা মেয়ে।
একটা হলেই হল।
তুমি তাকে আমাকে বাবা বলে ডাকতে শেখাবে,
গর্বে আমার বুকটা ভরে যাবে।



★আমার শ্রদ্ধেয় বড় ভাই হাছান মাহমুদ সুমন ভাইয়ের লিখা একটি কবিতা। আসরের সকল বন্ধুদের মাঝে তুলে ধরলাম।


রচনাকাল - ১৭-১১-২০১৩ ইং (মিলান, ইতালি)।