রুটিনটা টেবিলে পড়ে আছে
কাল নাকী ফাইনাল পরীক্ষা,
বইগুলো যে কোথায়?
খুঁজে পাই না এখনো,
এবার বুঝি পাশ করাটা
সোনার হরিণ হয়ে গেলো।


সারাদিন টই টই করে
ঘুরে বেড়িয়েছি বন্ধুদের সাথে
আড্ডার তালে চায়ের দোকানে,
পরীক্ষার পূর্ব রাতে আজ
মাথায় হাত দিয়ে বসে আমি।


অবশেষে পেয়েছি খুঁজে
মলাটবিহীন পাঁচখানা ছেঁড়া বই,
সিলেবাস দেখে অস্থির হলাম
উপায় বুদ্ধি পাইনা খুঁজে,
এবার বুঝি খেলাম ধরা
মাথায় ঢুকছে না কোনো পড়া।


সারারাত জেগে পড়েও হলো না
একটা অধ্যায়ও শেষ,
পরীক্ষার খাতায় কী লিখবো কাল?
টেনশনে জ্বরও এলো বেশ,
পাশ যে এবার অনিশ্চয়তায় ঘেরা
হলো না যে এবার পাশের পড়া।