এক কোশ বৃষ্টির জলে জীবন ধুয়ে দিক
কাদা খোঁচার ঠোঁটে লাগুক বৃষ্টির স্বাদ ,
আমার উঠোনে জলের যে উজান স্রোত
তাতে ভাসিয়ে দিলাম কাগজের নৌকাখানি ,
এবারে অকূলে গিয়ে পড়ুক ।


মরা নদীতে নতুন জল মোহনা খুঁজতে ব্যস্ত
দু'ভাগ বাংলার মাঝে যে সোনাই
সে নদী খিলখিলিয়ে হাসে ।
দু'বাংলা যেন এক হ'ল , এখন আছে পাশে ।


নুপূর পায়ে কাদা মাখে নদীর ধারে ঐ যে মেয়েটি !
সকাল বেলায় সে খেলেছিল কাদা-মাটি ।
আল্লা মেঘ দে, পানি দে ছোঁয়া দে রে ...
একলা মেয়ে বৃষ্টি মাখে দু'চোখ  ভরে ।