আমাগো কোনো দ্যাশ নাই ,
শুধুই স্বাধীনতার পরে স্বাধীনতা আসে
সেবার ওদের তাড়িয়ে ১৯৪৭ -এ পেলুমগে পাকিস্তান
সে কি অত্যাচার হতি লাগলো
খানেরা এসি আমাগো বউ ছেলে মেয়ের ইজ্জত লুটতিছে


আবারো লড়াই করতি হবে ,
লেগি পড়লাম হক্কলে মিলে
১৯৭১- এ বাংলাদেশ  হ'ল ।


সে তো আর আমার দ্যাশ বললেই হ'ল না ,
বাংলাদেশ কইছে ও নাকি আমার দ্যাশ না ,
ভাবতি লাগলাম ভারতে পড়ি গিছি ।
আবারও কতো ঝামেলা হতি লাগলো
কোনো দ্যাশ আমাগো পরিচয় দিলো না গো ,


ছিটমহলে পড়ি গিছি নাকি আমরা !
কোন দ্যাশের দায় নাই আমাগো নিয়ে ,
ছাওলটাকে ভারতের ইশকুলে ভরতি করি দিলুম,
সবাই ভয় দেখাতি লাগলো  ,  ওরে পুলিশে দেবে
ও বাংলাদেশি ।
পড়াশুনো হ'ল না আর , বিদেশে চলি গেল যে ছাওয়ালটা ,
কেরালাতে এখন রাজমিস্ত্রি কাজ করতিছে ।


এতগুলো বছর পর আজ আবার এই ২০১৫ -এ স্বাধীনতার স্বাদ পেলুম ,
  
এই আনন্দের দিনেও একটু কষ্ট থেকি গেল
মা আসতি চেল না ,
ও ভিটে ছাড়তি চাইছে না
বড় মায়া পড়ি গেছে ভিটেটার 'পর  ।

আমারো তো ভবিষ্যৎ আছে ,
ছেলেপুলেও মানুষ হবে ভালোভাবে ,
আগামী যদি ওদের জন্য কিচু করে !
তাই চলি এলুম ।


আবারো স্বাধীনতার জন্য অপেক্ষা করতি হবে কিনা জানি নে ,

তবু সকাল থেকি সবাইকে মিস্টি মুখ করাতেছি ,
তেরঙা পতাকা নিয়ে ছুটে বেড়াতেছি ,
উৎসব হতিছে আমাগো তৃতীয় স্বাধীনতার ,
আজ বুক ফুলিয়ে বলতি পারবো -
আমি ভারতীয় ,
বড় গর্ব হতিছে আমার ।


বেঁচে থাকার জন্যি অন্তত
একটা দ্যাশ তো পেলুম   !