সভ্যতার ইতিহাস এখনো কাঁদে
রক্ত ঝ'রে পাতায় পাতায় ।


মুঠো ভরা গাঢ় অন্ধকার  ধর্ষন করে  প্রভাতী সূর্যকে ,


মেয়ে হাসে , মেয়ে কাঁদে -
থেমে গেছে তাঁদের জীবন-প্রততি ।
ন্যুব্জ ঈশ্বর-উপাসনা এখন ভোগের প্রসাদ ।


সূর্যের প্রগলভতায় চাঁদের অপমান ,
অক্ষরে অক্ষরে রক্তঝরা সন্ধ্যা ,
বেবাক পুরুষের কল্পিত লিপিমালা ,
এইমাত্র গাঁথা হল পাথরের মূর্তিতে ।


আমি  সারি সারি মৃতদেহ গুনি  ,
ডোমের সাথে ঘর বেঁধেছি এক রাতে ।
আত্মা ফুরালে জীবনের মূল্য নেই ,
তাঁকে টেনে হিঁচড়ে ছুড়ে দাও চুল্লিতে ।


দাউ দাউ করে জ্বলুক জীবন্ত লাশগুলো ।



© জয়দেব বিশ্বাস