শরতের আকাশে বৃষ্টি নেমে এলো
টপটপে বৃষ্টির জলে ভিজলাম আজ
কি অনাবিল শান্তি ।
বাতাবি লেবুর গাছটার পাশে গিয়ে দাঁড়ালাম
বাতাবি লেবুর ভেজা পাতার গন্ধে মনটা মাতোয়ারা হয়ে উঠল
চোখ টিপে আকাশের দিকে তাকাতে চেষ্টা করলাম
সাদা সাদা মেঘগুলো ভেঙ্গে ভেঙ্গে আছড়ে পড়ছে- কাশফুলের  বনে  
নদীর পাড়ে ঘুপটি মেরে বসে বরশির ছিপ ফেলে দুরন্ত বালক ।


কচি ধানক্ষেতের সবুজ দিগন্ত -
যেন কুয়াশা ভেজা ধোঁয়াশা প্রান্তর
কলিম মাঝি ছলাত ছলাত বৈঠা মারে
ভেজাপাল নুয়ে পড়েছে মাস্তুলে
রাখালেরা ঝাপিয়ে পড়ে বৃষ্টি ভেজা নদীতে  
পানির নিচে ডুপ দিয়ে শোনে তবলার সুর ।  


গায়ের বধুরা ভেজা কাখে কলসি নিয়ে হেঁটে চলে মেঠো পথে
রান্না ঘরে মায়ের চুলায় ফুলে ওঠে গরম-  তেলের পিঠা
বাবা মুঠজালে খেও মারে জিঞ্জিরামের জলে  
রুপালী মাছে ভরে ওঠে খালোই
ফকির কাকা আখের ক্ষেতের টঙ্গে বসে বাঁশি বাজায়
এ সুর মিশে যায় বৃষ্টিভেজা দিগন্তে……..    ।


২০/০৯/১৭
জিরানি