আমার বড় ছেলে – আবুবকর আল সানি’র নবম জন্মদিনে উৎসর্গ করে


এইতো ক’দিনই বা হলো –
গগনচেরা চিৎকার দিয়ে তুমি প্রথম এই পৃথিবীর আলো দেখলে
তারপর দুচোখ মেলে দেখলে তোমার মায়ের মুখ
বাবাকেও চিনতে পারলে তুমি ধিরে ধিরে
হাত পা চালাতে শিখলে ; হাটি হাটি চলা
একসময় মা তারপর বাবা বলে ডাকলে -
তখন আমাদের কি রাজ্যের সুখ  
তারপর তোমার প্রথম জন্মদিনে আমার বিধাতার কাছে
প্রার্থনা করলাম – শত বছর পালিত হোক এইদিন


আর এখন তুমিতো অনেক কিছুই বুঝতে শিখেছ
মনের খেয়ালে কতকিছুই না কর
কখনো শাসন করে তোমাকে তিক্ত করে তুলি
আবার কখনো ভালোবেসে বুকে জড়িয়ে আদর করে দেই
তুমি তখন গালে টোল ফেলে হাসো
তখন আমাদের পৃথিবীর ঠিকানা খুঁজে পাই
আজ ভাবতেই অবাক লাগে সেই দিনের তুমি আজ
নবম জন্মদিনের রাতে এসে আলো ছড়ালে
আজ আবারো বলবো- শত বছর পালিত হোক এই দিন
আর মানবতার কল্যাণে
আমি তোমাকে চাই -


১৮/০৯/১৭