সেই কদমতলা -
জিঞ্জিরামের তীরে কদমতলায় বসে তুমি আর আমি
প্রেমের কবিতা পড়তাম
যে কবিতার নায়ক নায়িকা তুমি আর আমি ।
মনে পড়ে তোমার ; হাড়ভাঙ্গা শীতের সকালে
তোমার ঘরের জানালার পাশে বসে আমি
প্রথম প্রেমের কবিতা লিখেছিলাম ?
সেদিন কি সুখেই না তুমি ভেসেছিলে
আমার চুলে হাত বুলিয়ে বলেছিলে – অপূর্ব
তোমার কবিতাই আমার প্রেম
আর তুমি আমার ভালোবাসা ।


আমি আজো ভুলতে পারিনি সে কথা
তুমি হয়তো এমনি বলেছিলে মনের খেয়ালে ।  
সেই থেকে অজস্র প্রেমের কবিতা আমি জন্ম দিয়েছি
কিন্তু শত চেষ্টা করেও জন্ম দিতে পারিনি –
আরেকটি ভালোবাসা ।
সেই কদমগাছটা এখন আর নেই
জিঞ্জিরামও মরে খাল হয়ে গেছে  
শুধু মরে নাই – আমার সে ভালোবাসা ।


২১/০৯/১৭