টেলিভিশনের পর্দায় এক প্রতিবেদকের ক্যামেরায় দেখলাম
সাদা সাদা কাশফুলের নদী
চারদিকে মেঘের উপর মেঘ
নদীর স্বচ্ছ জলে বৈঠা মেরে ওপাড়ে যায় কালু মাঝি
প্রকৃতির দরজায় – অপূর্ব আলোকচিত্র একে গেছে কোন চিত্রকর ?
আকাশে উড়ে চলে সাদা বকপক্ষি
পাতিহাঁস ভেসে চলে শাপলা ফোঁটা বিলে
তবে কি শরৎ এসেছে আবার আমার ঘরের দুয়ারে ?


অপূর্ব ; সময় কিনা পারে
এক সময় মনে হতো – আমার হাত ধরেই শরৎ আসতো
এই আকাশে বাতাসে আর প্রকৃতিতে  
আর এখন ?
সময় তোমাকে কি বলে আমি অভিবাদন জানাবো ?


১৭/০৯/১৭