আল্লাহ তোমার রহমতের দুয়ার খুলে দাও
তোমার তরে জীবন আমার কবুল করে নাও ।
জীবন ভরে না জানি করেছি পাপ কতো
প্রভু আমায় মাফ করে দাও করছি মাথা নত ।
আমার বড় ভয় লাগে যে, অন্ধকার সে কবর  
প্রভু তোমার রহমত যেন হয় কাফনের কাপড় ।
মৃত্যু যেন হয় গো প্রভু কলেমা নাম জপে
আমার এই ছোট্ট জীবন চাই গো দিতে সঁপে ।
জীবন ভরা করতে চাই বাবা মায়ের সেবা
তুমি যদি না দাও তৌফিক দিবে তবে কেবা ?
আমার জীবন হয় গো যেন দেশের এবং দশের
তোমার তরে জীবন আমার হয় গো যেন দাসের ।


১৭/১০/১৮