শুনছো ওগো বন্ধু সবাই অার শুনো না
কথার কথা
স্বার্থ ছাড়া অার কী অাছে
কথার মাঝে বুকের ভিতর
দেখছো কিছু
মিষ্টি হেসে ভালোবেসে
ছুরি চালায় লুটে অন্তর
বর্ণচোরা কান টা ঠসা গন্ডার গতর
বেশ কারিগর
চোখ টা মেলো বুঝতে হবে
জাগতে হবে চুপ থেকো না
অার কতকাল ঘুমে রবে?


সবুজ শ্যামল বাংলা মাগো সরল ছিল
অনেক বছর
রক্ত রাঙা শকুন দুচোখ
তাকায় কেমন খাবে বুঝি
পথে ঘাটে খাচ্ছো রে ঢোক
মায়া ছায়ায় 'ওরা' এখন
প্রভাব রাখে বিত্তশালী
জুড়ে অাছে সব খানে তে মাথা তুলে
অামজনতা দিচ্ছে তালি।


বুঝতে পারো কাদের কথা
বলছি অামি চোখের জলে,
স্বাধীন দেশে 'ওরাই 'সেরা
ফন্দি অাঁটে তলে তলে।


ভালোবেসে মিষ্টি সুরে
বলে তারা কতো কথা,
কী অভিনয় করে তারা
চোখে অশ্রু মনে ব্যাথা।


দেশকে যারা চুষে চুষে
খাচ্ছে দেখো রয়ে সয়ে
শ'য়ে শ'য়ে
রুখতে হবে ভাবার সময়
অার পাবে না সবুজ মাগো
কাঁদছে দেখো ওরে জাগো
দেশকে বাঁচাই দেশের তরে
লাল সবুজের নিশান তুলে
দ্বন্দ্ব ভুলে
অায় রে সোনা অায় রে ওরে।