নিঠুর ,অকৃতজ্ঞ সান্নিধ্যে -
ভাবের উচ্ছ্বাস ম্লান হয়
হররোজ ।
যন্ত্রণাজর্জর বর্ণহীন বিমর্ষ ...
মনে সবুজ বৃক্ষের ছায়ায় ,
ঐ অস্তগামী সূর্যের পানে -
খুঁজি জীবনের রহস্যলিখন ।
সাড়া শব্দহীন এই আমি ,
মায়ামূর্তি রাক্ষুসীর দর্শনে ,
মূর্ছিন স্পৃহা লুটে বালুচরে ।
শমনজ্বালায় নিঃশব্দে ,
শয্যারচনা করি অরণ্যের স্বর্লোকে ।
কুটিল স্রোতে ভেসে ভেসে ...
আজ দেখি রাহুর গ্রাসে ,
শোকোত্তীর্ণ এই চিত্ত ক্ষত -বিক্ষত ;
রিক্তহস্তে আজ -
শ্মশানপুরীর বাসিন্দা ।
স্নেহদৃষ্টির বর্ষন জোটেনি -
ঝড় -ঝঞ্ঝায় ভারাতুর সময় গেছে ,
নরক যন্ত্রণায় ,মুক্তির সুবাস ...
পেতে নির্জন নিভৃতে ,
তিরোধানের অপেক্ষায় -
ক্ষণ কাটে নিত্য ..!!