জীবন নয় তো সমান্তরাল
প্রতিকূল পথ রবে,
সবুজ শ্যামল ধৈর্যে ফলন
অসংগতির ভবে!


যুদ্ধ বুকে ঈগল স্বভাব
ঝড় ঝঞ্ঝা যাবে,
স্বর্ণ প্রভাত আসবেই তবে
স্রষ্টার কৃপা পাবে।


নির্ধারিত যা হবে সব
অঙ্ক কষা আছে,
নির্মল চিত্তে সামনে চলো
তাকিয়ো না পাছে!


সবুজাভ মন বেণুর সুরে
মাতিয়ে যায় দেখো,
সত্যের স্বপ্ন বৃথা নাহি
নিদর্শনে শেখো!