বরষা বরষা মেঘের সমসা নদী -নালা -খাল -বিল ,
পানি থৈ থৈ করে হৈ চৈ গগনেতে উড়ে চিল ।
মেঘে মেঘে বাণ হেসে উঠে চান গুরুম গুরুম ডাকে ,
রাখালের সুর বাঁশিতে বিধুর তমাল তলির বাঁকে ।


নায়রী সুখেতে তরীর বুকেতে বাপের বাড়িতে যায় ,
ভাটিয়ালি সুরে মন তার ফুঁড়ে হিয়া আজ দোলে তাই ।
টুনটুনি নাচে ডালিমের গাছে লেজ তুলে বলে সই ,
ঘন বরিষণে থাকি আনমনে এতো বেলা থাকো কই ?


চৈ চৈ চৈ গেলি তুই কই কুলবধূ ডাকে তারে ,
বাড়িতে আয় রে বেলা যে যায় রে দাঁড়িয়েই ওরে দারে ।
টাপুর টুপুর ভিজলো কাপড় মুখে তবু হাসি থাকে ,
মেঘের ভেলায় মাতবে খেলায় অধর আঁচলে ঢাকে ।


সাঁঝের সমীর নিশির তিমির মনে দোলা দেয় আজ ,
সখার বাঁধনে ঝড়ের বরণে ক্ষণে ক্ষণে হাসে লাজ ।