"ওরা "যাচ্ছে শিক্ষালয়ে  
গন্ডি ভেঙ্গে
আজ, ,
"ওরাই"একদিন বাসা বাড়ির
করতো শুধু
কাজ।


গ্রামে কিংবা শহরেতে
পাল্টে গেছে
সব,
জীবন যাত্রার মান বেড়েছে
ঘরে ঘরে
রব।


শিক্ষা নিয়ে "ওরাই"একদিন
দেশের চাকা
হবে ,
দশের তরে দেশের তরে
সদাই জেগে
রবে।


"ওদের "ছোঁয়ায় দেশ প্রগতি
প্রোজ্জ্ব্বল সফল
একদিন ,
বিশ্ব সভায় মাথা তুলে
রবো আমরা
সেইদিন।