কিছু জলরঙ অবয়বে মেখে ,পরিছন্ন -ছিমছাম পোষাকে -
ক্ষণ -প্রহরের সবটুকু বুকে ফিরি,চলি সময়ের পথে!
-কিরে ,কেমন আছিস ? মৃদু হেসে কী না উচ্ছ্বাসে বলি ,'ভালো !'
পচা দুর্গন্ধ সময়েও সেই একই গদবাঁধা ,শব্দটি 'ভালো !' সত্যি কী ভালো !
নাকি বলার বলা ,ভেতরে সুপ্ত রোদ-বৃষ্টি-ঝড়ের মালাগাঁথা !!
এভাবেই স্বতন্ত্র ব্যক্তিত্ব ,তার ঐতিহ্যবোধ ধরে রাখে -
দুঃখদৈন্য ,হতাশা -দারিদ্র্য কিংবা জীবনের নিত্যবেলার শতকথা ,ব্যথা ,সংকটের সাতকাহন !
আহা ! কী মিথ্যাচার নিয়ে ,ধোঁয়াশার পথ ধরে এগিয়ে চলে কাঁপা গদ্য সময় !!!
সুখি-অসুখির ক্যানভাসে কত প্রলেপ !!!
খুঁজিনি ,বুঝিনি ;সভ্যতার তথাকথিত যান্ত্রিক প্রলয়ের তরুকুঞ্জে !
চলছি ••• তো চলছি !!
শতসহস্র বিঘ্নপীড়িত ভয়াল মহাসমুদ্রে !!!
সবই কী আত্মতুষ্টি !
নাকি নিজেকে একটা প্রতীক গণ্য করে ,
বড় বেশী প্রশস্ত চিত্তের অধিকারিক বানাতে ?
জানি না ,কিছুই জানি না •••
শুধু জানি ,আত্মপ্রতারক হতে হয় ,হতে হবে -
এই ছাড়া অন্যপথ জানা নেই !!