ক্ষমা কোরো হৃদ-প্রেয়সী
দীপটি যখন যাবে নিভে ,
নির্জন পথে সবুজ বনে
খুঁজলেই তুমি আমায় পাবে!


জ্যোৎস্না রাতে নদীর বাঁকে
বকুল তলে গিয়ে দেখো ,
ঝরা পাতা হয়ে ছোঁব
আঁচলেতে যত্নে রেখো !