চুপ হাওয়ার রাত ছিল কাল
শুনেছি -
প্রহরের বুকফাটা শেয়ালের
করুণ আর্তনাদ ,যাতে মিশে ছিল
যন্ত্রণার এক একটা ইতিহাস ।
নীল চাদরে খরা বুকে
তিমির ঘন গভীর নিশ্বাস !


বৈশাখের দাবদাহে ঝরে পড়ে
সবুজ পাতা
সেই পাতার
শিশির কান্না ,যা সুপ্ত গহনে -
এঁকে দেয়
চারুকলার উঠোনে
আগ্নেয় স্রোত ,
হতাশার নীরব নিশুতি
বেলকনির গ্রীলে দাঁড়ায়
দেখে রুদ্ধ সমীরণ ।


কামনার জ্বালা চৌদ্দআনা
নিঝুম দ্বীপে আশ্রয় খুঁজে
নিসাড় পড়ে থাকে
জড় পাহাড় হয়ে ।
ছায়ামূর্তি মলিন বদনে
গুনে শিকলের ঝংকার ।


এভাবেই চলছে প্রতিদিন -
জ্যোত্‍স্নার দীপ্তি
উন্মাদনায় গাঢ় লাল হয়ে
আঁধারে এক সময়
ধূসরতায় ভরে উঠে ।


কত জন !
কত রাত ?
আকুলতায় ব্যাকুলতায় কাটায়
ভস্মীভূত কামনা
সাথী করে অহোনিশি !
আবার পথ চলে -
পেছন ফেরে ,
আর্তনাদ চাপা দিয়ে !!
তাদেরকে দিতে চাই -
এক একটা গন্ধরাজ ফুল ...