দৈব লাঞ্ছনা-ঘৃনা ,টর্নেডোর মতো -
সুতীক্ষ্ন ছোবলে টসকানো চিত্ত ,
পোড়ে মহাশ্মশানে ,কে রুখে -
বিপুল পরাক্রম অমাবস্যার প্রলয় বৃত্তের দহন !


দীর্ণ প্রহরের নিঃশ্বাস ,তাতে মেশানো -
ব্যথা একাকার হয় সমীরে ,
অহোনিশি অষ্টাঙ্গের অশ্রুত ইতিহাস ...
সেই মনস্তাপ নিয়ে টিকে থাকার নামও-
জীবন !


অশ্রদ্ধা-দুর্মনা সময়ের যাত্রী ,
অশথ বৃক্ষের মতো ঠাঁই দাঁড়িয়ে -
পরপারের সিঁড়ি গুনে ,
অবাঞ্ছিত নির্জনে নিরাসক্ত হৃদয়ে -
একা উচ্ছিষ্ট গলিপথে ...