নতুন ক্ষণে ডাকছি তোরে আয় রে তোরা আয় ,
হিংসা ভুলে প্রীতি বুকে চলতে হবে ভাই ।
আশা নিয়ে স্বপ্ন দেখি সবুজ বাংলার তরে ,
মিলেমিশে থাকলে পরে প্রাণটা যাবে ভরে ।


পাপে কীরে মুক্তি আছে দ্বন্দ্ব -সংঘাত মনে ,
সম্প্রীতিতে শান্তি মেলে পশু যাক না বনে ।
ধর্ম -বর্ণ -জাতি মিলে আয় রে দেশটি গড়ি ,
মানবতার ব্রত মনে মরার মত মরি ।


সুন্দর মুখের অন্তরালে কুটিল স্বভাব ঢাকো ,
সৃষ্টির সেরা মানুষ হতে গড়তে হবে সাঁকো ।
পান্তা -ইলিশ ,সাজুগুজু লোক দেখানো হবে ,
সংস্কৃতির শেকড়েতে আয় রে তোরা সবে ।