মন ! দেখো ,রয়েছি নীড়ে -
পোড়ে নিত্য পোড়ে ,
কাছে কী আছে মন •••
নেই ,
জড়িয়ে কাউকে না কাউকে ঘিরে !!
অদ্ভূত ! হয়ত জানবে না সেও ,
রয়ে যাবে জীবনভর ,
ঠিক সুপ্ত ,রহস্যের আবর্তে ।
তবুও এও কী ঠিক ,মন সেথায় ---
যেথায় দুটি চোখ মিলেছিল
কোন এক প্রহরে ,নিরজনে !!
নীরব নিশায় বসে ভাবি ,কে আমি ?
কার আমি ,কেনো সতত •••
মেঘবুকে মুক্তি খোঁজে ,
ঝরে অশ্রু অন্তরে !!