কবে হবে কামিনী সোনা কবে হবে দেখা ?
তোমার জন্য পথ পানে আজও যে আমি একা ।
যাবার বেলায় বলেছিলে ,'এই অনুভবে রেখো '-
বিহনে আমার স্মৃতিটুকু একলা বসে দেখো ।
তোমার পেলব হাতের ছোঁয়া ,স্নিগ্ধ সুবাসিত মন -
মুগ্ধ নয়ন ,কত নিশি কেটেছে ,প্রফুল্ল ক্ষণ ।
জ্যোতির রুনুঝুনু ঝংকারের জ্যোত্‍স্না জ্যৈষ্ঠের সুধা -
আজও অমৃত অম্লান ;জাগ্রত গুমরানো ক্ষুধা ।
নিঠুর তুমি চূর্ণ করে প্রদীপশূন্য করলে নীড় -
পারিজাতের সুবাস নেই ফাগুন ফ্যাঁকাসে জীবন ধীর ।
কুমুদ ফুটল একে একে ঝরে গেল অবেলায় -
কথা রাখোনি ফিরে আসো নি ;বসন্ত হেলায় !!!