কোথায় গেলো বাংলা মাগো
সবুজ শ্যামল বন ,
মিলেমিশে থাকতো সবাই
যেন আপনজন !
শ্যামা-ঘুঘু-ময়না পাখি
মিষ্টি সুরে গায় ,
উদাস দুপুর প্রাণ জুড়াতো
এখন খুঁজি নাই !!
নদীর বুকে পানি ছিলো
মাঝি গাইতো গান ,
গানের সুরে মাতাল বিকাল
মুগ্ধ হতো প্রাণ !
কাশবনেতে ছুটোছুটি
স্মৃতিতে অম্লান ,
মনটা হারায় নাকে আজও
সোঁদামাটির ঘ্রাণ !
বেতের বনে ঝোপঝাড়েতে
সখা-সখির ঋণ ,
নদীর মাঝে সাঁতার কেটে
কেটে যেতো দিন ।
ভাটিয়ালির গান ফুরালো
মাছ ধরার সেই সুখ ,
আধুনিক আর প্রযুক্তিতে
ভরা পল্লীর বুক !
চিরচেনা প্রকৃতি আজ
বদলে গেছে সব ,
মৃত্যুপুরী কৃত্রিমতায়
চিত্ত আজ নীরব !!!!
হারায় গেছে অনেক কিছু
সম্প্রীতির সেই দিন ,
কেউ ভাবে না রয়ে গেছে
কত মোদের ঋণ !!!!