বাতা্য়নে অবসরে প্রবিষ্ট এই তৃষাতুর মন
খোঁজে দুষ্প্রমেয় প্রশান্তির সুবাসিত পুষ্পকানন !
দগ্ধ –তপ্ত ,বাণে প্লাবিত জীবাত্মা জীয়ন কাঠির –
মতো কিছু স্পর্শ পেতে নিশির পর নিশি ,
দীর্ঘ পথ পাড়ি দেয় আকুল হয়ে !
একমুটো উতল হাওয়া …
যে হাওয়ার স্নিগ্ধ-উষ্ণ পরশ রবে অহোনিশি ,
তরীর মুক্ত পালে …আবেশে অভিভূত ,
তরী নোঙ্গর ফেলবে পোতাশ্রয়ে ।
ভাবনা বটে !!!
আসবে দোলা ,ভাসবে তরী ,
জনম ব্যাপী অমৃত সুধায় সিক্ত হয়ে ,
এইও এক অদ্ভূত বাসনা বটে !!
অমিতাভ হৃদয় রয়ে গেলো খেয়াঘাটে শুধু –
যাত্রী পারাপারে নীরব কান্না বুকে লয়ে ,
সংগ্রাম আর ত্যাগ ব্রতে !
তাই তো অবসরে –
হিয়া দুটি দৃষ্টি মেলে
সবুজাভ প্রকৃতির নৈসর্গিক
নন্দনকাননে ,
নির্লোভ নির্যাস পেতে !