ওগো সখি কোথায় তুমি ,
যোজন যোজন দূরে বুঝি,
বিহনে তাই ক্লান্ত আমি ,
ক্ষণে ক্ষণে তোমায় খুঁজি।
গেছো সরে অগোচরে ,
সবুজ পাতা অনাদরে ,
স্মৃতি তোমার আমার নীড়ে ,
নিশি কাটাই রোজ আঁধারে ।
বিবাগ চিত্তে রক্ত ক্ষরণ,
নির্ঝর ধারা ঝরে যাচ্ছে,
নিঝুম লগ্নে করছি স্মরণ,
ব্যাকুল আমি মনে পড়ছে।
জানতে বড়োই ইচ্ছে করে ,
আমার মতো অশ্রু ঝরে ,
নাকি তুমি গেছো ভুলে ,
স্মৃতি মুছে বিজল তলে।