ছোট্ট নদী এঁকেবেঁকে গেছে দূরে
কোমরপুর এক গ্রামটির পাশে ,
তারই ধারে পীরগাছা এক হাটতলিতে
গ্রাম্য যুবক সবুজ বসে ।
নানা রঙের পাল তুলে ঐ নৌকা যেতো
মাঝির কন্ঠে সুরেলা গান ,
গাঁয়ের বধূ দল বেঁধে সব নামতো স্নানে
পাখির মেলায় জুড়াতো প্রাণ !
ঘরে ছিলো টুকটুকে এক চাঁদমুখী বৌ
স্বপ্ন যতো তাকেই ঘিরে ,
সবুজ নিত্য হাটে বসে আঁকতো ছবি
মনটা চেতো থাকি নীড়ে •••
পুরো গ্রামটা মুখর ছিলো চঞ্চলতায়
বধূর নানা দুষ্টুমিতে ,
আনন্দ আর সুবাসেতে ভরে ছিলো
ভালোবাসার লাল ফিতেতে !
হঠাৎ একদিন কি যে হলো ব্যথার চোটে
নিতে হলো হাসপাতালে ,
ক্যান্সার নামক দূরারোগ্য ধরছে এঁটে
স্বপ্ন -আশা সব পাতালে !!
চলে গেলো হাজার চোখে অশ্রু ঝরে ,
গানের পাখি টেনে রেখা !!
সবুজ ,নীরব বিস্ময় ঘোরে উদাস সমীর
এই তো প্রথম সব-ই ফাঁকা •••
বছর গেছে যুগ ফুরালো কর্মের মাঝেই
ডুব দিয়েছে সবুজ একা ,
মনে তার বধূই শুধু আছে জুড়ে
ঐ জনমেই পাবে দেখা ।