গাঙ্গের ধারে রাঙা চরণ
ও বধূটী তুমি ,
লাল শাড়ির ওই পরশ পেয়ে
হাসছে দেখো ভূমি !


সবুজ পাতায় হাত রেখেছো
মুখে স্নিগ্ধ হাসি ,
বুকে নিতে ইচ্ছে করে
বলি ভালেবাসি !


কতো সুধা শ্যামল অঙ্গে
রূপের আভায় প্রভা ,
উতাল হাওয়ায় মাতাল মনে
জাগলো প্রেমের শোভা !


আসবে তুমি পরাণ পাখি
দোলা দিতে মনে ,
স্বপ্নে তুমি ছবি আঁকি
ভিজবো তোমার সনে !


নদীর বুকে পাল তুলে আজ
চলো মোরা ভাসি ,
অজানাতে ডুবে যাবো
একই সুরে হাসি !


ভাসবো দুজন স্রোতের টানে
ঢেউয়ের তালে তালে ,
সহযাত্রী সবসময়ই
বাসর সাজবে ফুলে !!