সম্পদের মাঝে সেরা সম্পদ করলো স্রষ্টা
নারী ,
বিবেক খুলেও তাও বোঝো না করছো কেনো
দেরী ?
রসে ভরা আম্র মুকুল গাছে যখন
থাকে ,
কৃষক দেখো মনে মনে কত স্বপ্ন
আঁকে !
মুকুল ঝরা বৃক্ষে কভু আসবে না আর
ফলন ,
সত্য যখন বুঝবে তখন নীরজা হবে
চলন ?
বোধের রাজ্য সূচনানেই জাগ্রত হোক
তোমার ,
প্রভূ খুশি জনম সার্থক লেখা ধন্য
আমার !
পুরুষ তুমি বাদ যাবে না নিয়ম সবার
জন্য ,
পাশে বসে হাসছো কেনো তুমিও হও
ধন্য ।
ধ্রুবসত্য রেখো মনে নিজের যত্ন
করো ,
ফুলের সুবাস ভুবন পাবে প্রশান্তির নীড়
গড়ো ।