ঐ যে যুবক পথের ধারে ঘুরে ফিরে
কষ্ট বুকে নেই তো সুখে ,
জানো কিছু অতল কথা পাবে ব্যথা
দিবানিশি কাটে দুখে !
অভিমানে কোন সে ঘ্রাণে শেকড় ছেড়ে
ছন্নছাড়া জীবন বাঁকে ,
ক্ষুধা নিয়ে বিনিদ্র রাত কাটায় দিচ্ছে
অশ্রুজলে নয়ন ঢাকে !
খুঁজে দেখো কত পাবে পথে পথে
চুপে চুপে থাকে একা ,
ঘরের দোষে সঙ্গ ছোঁয়ায় কত সবুজ
যাচ্ছে ঝরে পাবে দেখা ।
বলছি তোমায় ও দরদী সুজন সাথী
ওদের তরে কিছু করো ,
মনটা আমার কাঁদে কেনো বলতে পারো
ধ্বংস রোধে ওদের গড়ো !