বটবৃক্ষের ছায়াতলে ক্লান্ত পথিক বসে ,
পাতা দুলে স্বস্তি বিলায় শুকনো পাতা খসে !
ডাল –পালাতে পাখি এসে কিচির মিচির করে ,
স্নিগ্ধ মায়ায় মধুর সুরে গানটি তারা ধরে ।
বায়ূ দূষণ রোধে সবুজ নিত্য সজাগ থাকে ,
প্রাণীকূলকে জীবন দিয়েও আগলে তারা রাখে !
জনম ধরে রোদে পুড়ে প্রফুল্লিত মনে ,
বন্ধন অটুট বজ্রকঠিন রাখে সবার সনে !


বটবৃক্ষের মনের কষ্ট কেউ কী খুঁজে দেখে ,
সবাই আছে নিজের তরে নিজকে নিয়েই লেখে ।
হতাশা নেই  অভিযোগ নেই সবুজাভ মন নিয়ে ,
সবার মনটা জয় করে যায় নিজের সবটা দিয়ে ।
বটবৃক্ষের মত যখন আমরা সবাই হবো ,
ভবে শান্তি আসবে বুঝি সেদিন মানুষ কবো ।